1020131_khela.pc 19 মাঘ 1408 বৃহস্পতিবার 31 জানুয়ারি 2002 সৌরভের দাবি তিনি পুরো সুস্থ, নির্বাচকেরা সন্দিহান সুমিত ঘোষ, নয়াদিল্লি: অধিনায়ক নিজে অবশ্য জানাচ্ছেন, তিনি শতকরা একশো ভাগ ফিট এবং প্রয়োজনে বলও করবেন। মানস চক্রবতী, কলকাতা: তবে মোহনবাগান এ দিন তিন পয়েন্ট পাওয়ার মতো খেলেনি, এ কথা লিখলে সত্যের অপলাপ হবে। কিন্ত্ত গোলের সুযোগ পাওয়া আর তা কাজে লাগানো তো এক কথা নয়। ব্যারেটো নেই, গোলও নেই মোহনবাগানে সচিন হঠাত্্ বাঙ্গালোরে স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: ইংল্যাণ্ডের বিরুদ্ধে পঞ্চম এক দিনের ম্যাচের আগে বিতর্কিত ওয়ার্ল্ঢ টেলের কর্ণধারের শেষকৃত্যে যোগ দিতে বাঙ্গালোর উড়ে গিয়ে কিন্তু বিতর্কেই জড়িয়ে পড়লেন সচিন তেণ্ডুলকর। আত্মতুষ্ট হননি সৌরভ আনন্দবাজার কাপ শুরু হচ্ছে শেষ চারে লি-হেশ